।। ওরা দেবনগরের ছেলে ।।
- আহমেদ রুহুল আমিন - ছড়া ১৪-০৫-২০২৪

ওরা ‘কামাত পাড়ার’ ছেলে

ওদের আছে গলায় গলায় ভাব ,

ওরা এই মাঠেই' যে খেলে

পাথর তোলার সাইডে গেছে বাপ ।

ওরা অল্পে তুষ্ট কিনা –

খাবার খেতে নেই কোন রাখ-ঢাক,

দিনে একবার'ই খায় ভাত

পাতে জোটে শুধুই যে ‘পাটশাক’ ।

ওরা বন্ধু যে তিনজন

মা’ যায় রোজ পাথর ভাঙ্গার কাজে,

ওদের রাখেনা কেউ খোঁজ

নিত্য প্রাণে ক্ষুধার বাদ্য বাজে ।

ওরা স্কুলে যায় বটে

কিন্তু যেন কোথায় অবহেলা ,

ওদের সাজ-পোষাকই বলে

ধুলোমাখা জীবন হেলা-ফেলা ।

ওরা ‘দেবনগরের’ ছেলে

ওদের শুধুই ‘স্বপ্ন চোখে-মুখে’ ,

ওরা অমনি'ই বড় হবে

‘স্বপ্নগুলো’ পাথর ভাঙ্গবে বুকে ।।

=========

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।